নিজস্ব প্রতিবেদক : বক্তব্যের শেষে “জয় বাংলা” স্লোগান দেওয়ায় বাগেরহাটের সিভিল সার্জনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজনের নেতৃত্বে বাগেরহাটবাসীর ব্যানারে শহরের নূর মসজিদ মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলে অনেককে ঝাড়ু নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়। এ সময় সিভিল সার্জনের পদত্যাগ ও বিচারের দাবিতে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে পথসভার মাধ্যমে মিছিলটি শেষ হয়।
পথসভায় সুজাউদ্দিন মোল্লা সুজন বলেন, “সিভিল সার্জনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। না হলে আগামী রবিবার সকালে সিভিল সার্জন অফিস ঘেরাও করা হবে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ুমুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধী টিকাদান অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যের শেষে ‘‘জয় বাংলা’’ স্লোগান দেন তিনি। ইতোমধ্যে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.