নিজস্ব প্রতিবেদক: যশোর শহরে বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১৫টি ককটেলসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার হন সাব্বির ওরফে গোল্ডেন সাব্বির (২৮)। তিনি যশোর শহরের শংকরপুর এলাকার খোকন মেসিয়ারের ছেলে।
র্যাব জানায়, অভিযানের সময় গ্রেপ্তারকৃত আসামির ভাড়াকৃত ফ্ল্যাটের একটি কক্ষ তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ফ্ল্যাটের রান্নাঘরের কার্নিসের ওপর বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় ১৫টি ককটেল পাওয়া যায়, যা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত সাব্বির এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, অস্ত্র ও বিস্ফোরক আইন, ডাকাতি এবং মাদকসহ মোট ১০টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর ফজলে রাব্বি বলেন, “র্যাব ফোর্সেস নিয়মিতভাবে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে। আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.