নিজস্ব প্রতিবেদক: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যার কিলিং মিশনে অংশগ্রহণকারী মোঃ শাহিন কাজী (২৫) গ্রেফতার করা হয়েছে।
উল্লখ্য, গত (৩ জানুয়ারি ২০২৬) শনিবার সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক সংলগ্ন হুদা মেমোরিয়ালের পাশে সাবেক কাউন্সিলর নয়নের অফিসের সামনে আলমগীর হোসেন মোটরসাইকেল যোগে আসার সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পিছন থেকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত আলমগীরকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এরপর ডিবি যশোরের এসআই অলক কুমার দে ও সঙ্গীয় ফোর্স (৭ জানুয়ারি) মুল শুটার ত্রিদিপ চক্রবর্তী মিশুক (৩০) গ্রেফতার করেন। মিশুকের স্বীকারোক্তি অনুযায়ী (১২ জানুয়ারি রবিবার) বিকাল ৪টা ৪৫ মিনিটে ডিবি টিম যশোর শহরের লোন সড়ক (সদর ফাঁড়ির) উল্টো পাশের ভাড়া বাসা থেকে মোঃ শাহিন কাজীকে গ্রেফতার করে।
মোঃ শাহিন কাজীর বিরুদ্ধে পূর্বে হত্যা, চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.