নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর কৃষক দলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বেনাপোলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত যশোর–৮৫/১ (শার্শা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান লিটন। এ সময় তিনি মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
মোহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, “দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তাঁর আদর্শ ধারণ করেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মুস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন হাসান, সিনিয়র সহ-সভাপতি হাসান ইমাম, সিনিয়র যুগ্ম সম্পাদক সাহেদ আলী সবুজ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.