সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার : বিশ্বগুরু, পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব উপলক্ষে যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের রানী আলী শাখা সৎসঙ্গ মহা সমাজের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবিরা সুলতানা মুন্নি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মানবকল্যাণমূলক দর্শন, নৈতিকতা ও মানবপ্রেমের আদর্শ তুলে ধরেন। তিনি বলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনদর্শন আজও সমাজে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রাসঙ্গিক। তাঁর আদর্শ অনুসরণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক মানবিক সমাজ গঠন সম্ভব।
তিনি আরও বলেন, মানুষের কল্যাণই ছিল ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনের মূল দর্শন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও মানবিকতা জাগ্রত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় সৎসঙ্গ মহা সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক ভক্ত ও অনুসারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আত্মিক কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা ও আশীর্বাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সমগ্র অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.