নিজস্ব প্রতিবেদক : খুলনার পাইকগাছা উপজেলার শ্যামনগরে মসজিদে দানের ছাগল বিক্রি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ফজর আলী গাজী (৫৫) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন শাহিন নামে আরও এক ব্যক্তি। পুলিশ এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে।
শুক্রবার (১৮ অক্টোবর) জুম্মার নামাজের আগে কপিলমুনি ইউনিয়নের শ্যামনগরের পূর্বপাড়া জামে মসজিদে এক ব্যক্তি একটি ছাগল দান করেন।
জুম্মার নামাজ শেষে ছাগলের দাম ডাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফজর আলী গাজী মারাত্মক আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তুষার কান্তি দাস ঢাকা ট্রিবিউনকে জানান, নিহত ব্যক্তির সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.