সারাবিশ্ব ডেস্ক : রাশিয়ার ওখটস্ক সাগর থেকে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। রাশিয়ার সুদূর পূর্বে ওখটস্ক সাগরে একটি ছোট নৌকায় দুই মাসেরও বেশি সময় অতিবাহিত করার পর ওই রুশ ব্যক্তিকে উদ্ধার করা হয়। মিখাইলকে জীবিত পেলেও তার ভাই এবং ১৫ বছর বয়সী ভাইপোর লাশ ওই ছোট্ট নৌকায় পাওয়া গেছে। বায়ুভর্তি একটি ছোট নৌকায় ভেসে ছিলেন তারা।
রুশ কর্মকর্তারা বলেন, ওই ব্যক্তির নাম মিখাইল পিচুগিন (৪৬)। স্থানীয় জেলেরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে। সমুদ্রতীর থেকে প্রায় এক হাজার কিলোমিটার (৬২০ মাইল) দূরে তাকে পাওয়া যায়। তিনি গত আগস্ট মাসের শুরুতে সমুদ্রে যাত্রা করেছিলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। মিখাইলের স্ত্রী বলেছেন, তারা তিনজন তিমি দেখতে সমুদ্রের গভীরে গিয়েছিলেন। তাদের সঙ্গে দুই সপ্তাহের খাদ্য ছিল। রাশিয়ার রাষ্ট্রচালিত রিয়া নোভোস্তি সংবাদ সংস্থাকে তিনি বলেন, তার বেঁচে থাকার একটি কারণ হতে পারে তার শরীরের ওজন। যখন তারা তিমি দেখার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তখন মিখাইলের ওজন ছিল ১০০ কেজি এবং ৬৭ দিন পরে যখন তাকে উদ্ধার করা হয়, সেই সময় তার ওজন অর্ধেক হয়ে গিয়েছিল।
তিনি রুশ সংস্থাটিকে আরো বলেছেন, ‘আমরা এখনো কিছু জানি না। আমরা শুধু জানি তিনি (মিখাইল) বেঁচে আছেন... এটা একরকম অলৌকিক ঘটনা!’ মিখাইলের স্ত্রী আরো বলেন, ‘তাদের মেয়েরও এই ভ্রমণে যাওয়ার কথা ছিল, কিন্তু পরে আর যাননি।’ রিয়া নভোস্তি জানান, তিনজন নিখোঁজ হওয়ার পর হেলিকপ্টার দিয়ে তাদের খোঁজ করা হয়েছিল কিন্তু তাদের তখন সন্ধান পাওয়া যায়নি। রাশিয়ার সুদূর পূর্বে অবস্থিত কামচাটকা উপদ্বীপের উপকূলে ওখোটস্ক সাগরে জেলেরা মাছ ধরার নৌকা নিয়ে যাওয়ার সময় মিখাইলকে ছোট নৌকায় ভাসতে দেখে।
এক ভিডিওতে দেখা গেছে, লাইফ জ্যাকেট পরা একজন দাড়িওয়ালা ব্যক্তি জেলেদের দেখে চিৎকার করে বলছেন, ‘আমার কোনো শক্তি অবশিষ্ট নেই।’ তখন তার সঙ্গে তার ভাই ও ভাতিজার লাশও ছিল। পূর্ব এশিয়ার সবচেয়ে শীতল ওখোটস্ক সাগরে কিভাবে তিনি এত দিন বেঁচে ছিলেন, এ নিয়ে রুশ নাবিকদের ইউনিয়নের দূরপ্রাচ্য শাখার প্রতিনিধি নিকোলাই সুখানভ বলেন, ‘এ ক্ষেত্রে মাছের একটি বড় ভূমিকা থাকতে পারে।’
নিকোলাই সুখানভ রিয়া নভোস্তিকে বলেন, ‘এমন পরিস্থিতিতে রসদ শেষ হওয়ার পর আপনি শুধু মাছ খেয়েই বেঁচে থাকতে পারেন। মিখাইল পিচুগিন এখন হাসপাতালে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছেন। প্রসিকিউটররা বলেছেন, তারা একটি ফৌজদারি তদন্ত শুরু করছেন। ছোট নৌকাটি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তদন্তকারীরা ঘটনা খতিয়ে দেখছেন। সাগরে এমন ঘটনা এটিই প্রথম নয়। একজন বিশেষজ্ঞ রিয়া নভোস্তিকে বলেন, ১৯৬০ সালে প্রশান্ত মহাসাগরে ৪৯ দিন ভেসে থাকার পর চার সোভিয়েত সেনাকে জীবিত উদ্ধার করা হয়েছিল। একটি মার্কিন বিমানবাহী জাহাজ তাদের উদ্ধার করেছিল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.