সারাবিশ্ব ডেস্ক : মালয়েশিয়ায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে দগ্ধ হয়ে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক বাংলাদেশি। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে বৃহস্পতিবার সকালে দেশটির জোহর বারু প্রদেশের শিল্প এলাকায় ওই কারখানার গুদামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুন্সীগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী এবং একই জেলার আবুল কাশেমের ছেলে আবু তাহের। আহত আরেকজন মুন্সীগঞ্জের মহিউদ্দিনের ছেলে সালাম।
হাই কমিশন জানায়, ওই কারখানার মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে। এ ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কারখানায় বিস্ফোরণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আগুন লাগার স্থান থেকে প্রাণ নিয়ে দৌড়ে বাইরে রাস্তায় চলে আসছেন ২ বাংলাদেশি, তাদের পুরো শরীর আগুনে দগ্ধ। একজন শুয়ে আছেন রাস্তার পাশে। অন্যজন তখনো দাঁড়িয়ে, শরীরে কাপড় নেই, শরীর দগ্ধ।
এদিকে হাই কমিশনের প্রথম শ্রম সচিব এ এস এম জাহিদুর রহমান ও কল্যাণ সহকারী মোকছেদ আলী জোহর বারুতে যান এবং হাসপাতাল, কারখানা ও ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, বর্তমানে দুটি লাশ জোহর বারুর সুলতানা আমিনাহ হাসপাতালের মর্গে আছে। একই হাসপাতালে ভর্তি আছেন আহত বাংলাদেশি, তার অবস্থাও আশঙ্কাজনক। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাদেরকে বর্তমান পরিস্থিতি জানানো হয়েছে। লাশ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.