খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি :
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে ৯ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এবং ৫ম জেলা প্রশাসক গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫।
শনিবার (২৭ ডিসেম্বর ) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্ট দুটির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তারুণ্যের শক্তিকে ইতিবাচক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও মননশীল প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, এনএসআই-এর যুগ্ম পরিচালক, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ,জেলা ক্রীড়া অফিসার মো. হারুন-অর-রশিদ,জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্ত্, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যবৃন্দ এবং উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিববৃন্দ।
ক্রিকেটে দীঘিনালার দাপুটে জয়:
টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লক্ষীছড়ি উপজেলা ও দীঘিনালা উপজেলা দল। টসে জিতে ব্যাটিংয়ে নেমে লক্ষীছড়ি উপজেলা দল মাত্র ৯৫ রানে (১৮.৪ ওভার) অলআউট হয়ে যায়। জবাবে ৯৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দীঘিনালা উপজেলা দল কোনো উইকেট না হারিয়ে মাত্র ৮ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় দীঘিনালা উপজেলা।
সংক্ষিপ্ত স্কোর:
লক্ষীছড়ি উপজেলা: ৯৫/১০ (১৮.৪ ওভার)
দীঘিনালা উপজেলা: ৯৭/০ (৮ ওভার)
ফলাফল: দীঘিনালা উপজেলা ১০ উইকেটে জয়ী
অনদিকে ফুটবলে টাইব্রেকারের উত্তেজনা:
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাটিরাঙ্গা উপজেলা ও রামগড় উপজেলা দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে দুই দলই কোনো গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে মাটিরাঙ্গা উপজেলা ২-১ গোলে রামগড় উপজেলাকে পরাজিত করে জয় নিশ্চিত করে।
ফাইনালের সূচি:
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১ জানুয়ারি ২০২৬, এবং জেলা প্রশাসক গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি, উভয় ম্যাচই খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
খেলোয়াড়, দর্শক ও ক্রীড়া সংগঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বোধনী দিনেই প্রাণবন্ত হয়ে ওঠে খাগড়াছড়ির ক্রীড়াঙ্গন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.