বি.এম বিল্লাল হোসেন,রাজগঞ্জ।। রাসুল (সঃ) এর অবমাননাকারী ভারতের এক পুরোহিত ও এক মন্ত্রীর বিরুদ্ধে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ছাত্র ও জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বৃহস্পতিবার সকাল ১১টার পর থেকে এলাকার সকল কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা এবং শিক্ষক বৃন্দ ও স্থানীয় জনতা রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজির হন। এর পর দুপুর ১২টার আগ মূহুত্বে রাজগঞ্জ বাজারের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।
মিছিলে রাসুল (সঃ) এর অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবীতে মাইকে নানান ধরনের শ্লোগান দেন। মিছিল শেষে চৌরাস্তা মোড়ে সমাবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ, রাসুল (সাঃ) এর অবমাননাকারী ভারতের পুরোহিত রামগীরি এ মন্ত্রী নিতেশ রানেকে কঠোর হুশিয়ারী করেন এরং শাস্তি দাবী করেন। এ বিষয়ে রাজগঞ্জ অঞ্চলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা ইকরামুল হোসেন, ফিরোজ ও সুমন বলেন, ভারতের পুরোহিত রামগীরি ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক মহানবী রাসুল (সঃ) এর অবমাননা করাই আমাদের হৃদয়ে কেঁপে ওঠে ও রক্ত ক্ষরন দেখা দেয় যার কারনে আমরা ধর্মপ্রান মুসলমানগন অবমাননাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গত বুধবার রাজগঞ্জ এলাকার চারপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের উৎসাহিত করি এবং বৃহস্পতিবার দুপুরে রাজগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করি। তারা আরো বলেন, রাসুল (সঃ) এর নামে কেউ মন্তব্য করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক প্রতিবাদ করা হবে এবং কঠোর হস্তে দমন করার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। এ বিষয়ে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম বলেন, আমাদের জীবন থাকতে আমাদের রাসুল (সঃ) এর কেউ অবমাননা করবে এটা আমরা মেনে নিতে পারিনা। তাই আমরা অবমাননাকারীদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলেছি। একই সাথে তাদের বিরুদ্ধে অভিলম্ভে শাস্তির দাবী জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.