নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শোক প্রকাশ করেছেন। শনিবার এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি। এতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন প্রধান উপদেষ্টা।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, ২ মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বদরুদ্দোজা চৌধুরী দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত ২ অক্টোবর সকালে তাকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.