খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়িতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য জেলা পরিষদ। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক সহায়তার অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা সদরের উপজেলা মাঠ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মাহাবুব আলম।
এ সময় তিনি বলেন,“শীত মৌসুমে নিম্নআয়ের ও অসহায় মানুষের কষ্ট লাঘবে পার্বত্য জেলা পরিষদ সবসময় মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
এদিন জেলার বিভিন্ন এলাকার প্রায় ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং পার্বত্য জেলা পরিষদের এ উদ্যোগকে সাধুবাদ জানান।
স্থানীয়রা জানান, শীতের প্রকোপে যখন দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখন এ ধরনের সহায়তা তাদের জন্য বড় আশীর্বাদ হয়ে আসে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, পার্বত্য জেলা পরিষদ নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচির মাধ্যমে পাহাড়ি অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.