নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদক, অস্ত্র, স্বর্ণ পাচারসহ ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বাদশা মল্লিক ওরফে বাদশা মিয়াকে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল বুধবার রাতে বেনাপোল রঘুনাথপুর সীমান্তের কোদলারহাট এলাকা থেকে বিজিবি তাঁকে গ্রেপ্তার করে।
বাদশা মল্লিক ওরফে বাদশা মিয়া বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এই তথ্য জানিয়েছেন। তিনি গ্রামের সংবাদকে বলেন, কুখ্যাত মাদক সম্রাট বাদশা মিয়া রঘুনাথপুর সীমান্ত এলাকায় অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র ব্যবসা, স্বর্ণ চোরাকারবারি, মাদক, হুন্ডি, খুন, পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে বাদশা মিয়া জড়িত। তিনি ১৫টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আগে ০১টি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি ও ২৫৩ বোতল ফেনসিডিলসহ বাদশাকে আটক করা হয়েছিল। তাঁকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.