খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
পার্বত্য এলাকার টেকসই উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা জোরদারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রিজিয়ন।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় একযোগে বাস্তবায়িত হয়েছে বহুমুখী মানবিক সহায়তা কার্যক্রম এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন।
এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন প্রদান, শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল ও ঢেউটিন বিতরণ, আর্থিক অনুদান প্রদান এবং স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ কার্যক্রম পাহাড়ি জনপদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হয়। সভায় উন্নয়ন ও মানবিক সহায়তার প্রয়োজনীয়তা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পার্বত্য অঞ্চলের বিশেষ চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে আত্মকর্মসংস্থানে আগ্রহী নারী উদ্যোক্তাদের হাতে সেলাই মেশিন এবং শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসব উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
পরবর্তীতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে পুজগাঙ মুখ উচ্চ বিদ্যালয়ের শোভামণ্ডিত প্রধান ফটক, বনশ্রী শিশু নিকেতন একাডেমি, চেঙ্গী আইডিয়াল স্কুলের ওয়াশ ব্লকসহ নয় কক্ষ বিশিষ্ট তিনতলা একাডেমি ভবনের উদ্বোধন করা হয়। এছাড়া চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি টাকা, যা পানছড়ি উপজেলার শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
বিকেলে পুজগাঙ মুখ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ভলিবল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ঢেউটিন বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি তাঁর বক্তব্যে বলেন,“পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এসব খাতে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলো দীর্ঘমেয়াদে পাহাড়ি জনপদের শিক্ষার পরিবেশ ও সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন এবং পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মো. জায়দ-উর-রহমান অয়ন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, মো. আব্দুল লতিফ, জয়া ত্রিপুরা, ধনেশ্বর ত্রিপুরা, মো. মাহাবুব আলম, অনিময় চাকমা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই বহুমুখী আয়োজন ঘিরে পানছড়ি উপজেলার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষ প্রকাশ পায়। উপকারভোগীরা জানান, জেলা পরিষদের মানবিক সহায়তা ও উন্নয়ন উদ্যোগ তাদের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত আকারে অব্যাহত থাকবে,এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.