নড়াইল প্রতিনিধি: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে তিনদিনের অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে নেমেছেন নড়াইলে কর্মরত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারীরা।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে তাঁরা কর্মবিরতি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট শুরু করছেন। বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ কর্মসূচি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
কর্মসূচিতে জেলা প্রশাসকের কার্যালয়ের মো. জহিরুল ইসলাম ও হাবিবুর রহমান, জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের আব্দুল্লাহ আল মামুন, পানি উন্নয়ন বোর্ডের মিজানুর রহমান ও আশরাফুল ইসলাম, সদর উপজেলা ভূমি অফিসের মোয়াজ্জেম হোসেন, কালিয়া উপজেলা ভূমি অফিসের বাবুল আক্তারসহ বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অংশ নেয়।
তাঁরা বলেন, সরকারের বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরত রয়েছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার (সার্ভেয়িং) ডিগ্রিধারীরা। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁরা বৈষম্যের শিকার। অন্যান্য ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের মত তাঁরা দ্রুত ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে। তা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি প্রদান করা হবে। এর আগে গত ১১ সেপ্টেম্বর একই দাবিতে তাঁরা নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.