স্টাফ রিপোর্টার:সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী বুধবার দিবাগত রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার চারকিং ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে বিশেষ অভিযান করে।
এ সময় একটি পরিত্যক্ত বাড়ি হতে মাটির নিচে পুতে রাখা ১টি বন্দুক, ৩টি থ্রিকোয়ার্টার এলজি, ২টি এলজি গানসহ ১৭টি রকেট প্যারাশূট ফ্লেয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসমূহ পরবর্তীতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
এদিকে খুলনার খালিশপুর এলাকায় নৌবাহিনী নেতৃত্বে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী টেনি ওরফে ল্যাংড়া টেনী এবং মনজুর কে আটক করা হয়। আটককৃতদের তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী রেলিগেইট এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আরও গাঁজা উদ্ধার করা হয়। ল্যাংড়া টেনি একজন পেশাদার গাঁজা ব্যবসায়ী এবং থানায় তার নামে একাধিক মামলা রয়েছে।পরবর্তীতে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে" ইন এইড টু সিভিল পাওয়ার" এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকার সমূহে নিয়মিত টহল ও চলমান অভিযান থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.