নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে যা প্রয়োজন তাই করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনকে ‘সুযোগ’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই সুযোগ জাতির জীবনে বারবার আসে না। অতীত আর টানবে না আপনাকে। নতুনভাবে এগিয়ে যেতে হবে। এটা যেন আমরা হারিয়ে না ফেলি। আর হারালে জাতির আর কিছুই অবশিষ্ট থাকব না।’
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত ‘ন্যাশনাল বিজনেস ডায়লগ’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরা আর বাড়িতে ফিরতে নাও পারে— এমনটা জেনেই তারা রাস্তায় নেমেছিল বলে মন্তব্য করেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘প্রাণের বিনিময়ে তারা লক্ষ্য অর্জন করে গেছে। তারা এ সুযোগ না করে দিলে, জাতিকে পচনের হাত থেকে রক্ষা করা যেত না। তাই আমাদের সুস্থ-সমৃদ্ধ দেশ হয়ে এগিয়ে যেতে হবে।’
ব্যবসায়ীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘আমি যতদিন আছি, ততদিন আপনাদের সামাজিক ব্যবসা করার অনুপ্রেরণা দিয়ে যাব। সবসময় সরকারের ওপর ভরসা করবেন না। নিজের টাকায় ব্যবসা হবে। কিন্তু মুনাফা থাকবে না। মেকিং মানি ইজ হ্যাপিনেস। বাট মেকিং আদার পিপল হ্যাপি ইজ মাচ মোর হ্যাপিনেস।’
দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘শ্রমিক-মালিকদের সম্পর্কটা আরও দৃঢ় হতে হবে।’মধ্যম আয়ের দেশ হয়ে গেলে, অনেক সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যায়। তবে সেই দেশটাকে প্রতিযোগী হিসেবে দাঁড় করানোর পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।
নতুন বাংলাদেশ হিসেবে উত্তরণ অনেক কঠিন কাজ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘যতটুকু সময় আমরা সরকারে আছি, ততটুকু সময়েই টিম হিসেবে কাজ করব। সবাই মিলে স্বপ্ন বাস্তবায়ন করব।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.