নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩২৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে বেনাপোলের পুটখালী গ্রামের জনৈক আলাউদ্দীনের গোয়ালঘরের মধ্যে এই ফেন্সিডিল পাওয়া যায় বলে জানান র্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মোহম্মদ রাসেল।
আটক মাদক ব্যবসায়ী আলাউদ্দীন (২৭) বেনাপোলের পুটখালি গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।
তিনি বলেন,'পুটখালী গ্রামের জনৈক আলাউদ্দীন তার বসতবাড়িতে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রির জন্য মজুদ করেছে' গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করলে গোয়ালঘরের মধ্যে ফেন্সিডিল আছে বলে জানায়। পরে সেখান থেকে ০২টি বস্তায় বিশেষ ভাবে রাখা ৩২৪ (তিনশত চব্বিশ) বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত আলাউদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.