যশোর অফিস : যশোরে সদ্য যোগদানকারী পুলিশ সুপার মোঃ জিয়া উদ্দিন আহমেদ বলেছেন "সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে "অপরাধীদের কোন রং হয় না, তারা শুধুই অপরাধী। অপরাধী যেই হোক কেন তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের কোন ছাড় নেই। তিনি বলেন উঠতি বয়সের যুবকেরা যারা কিশোর গ্যাং নামে পরিচিত তাদের বিরুদ্ধে অচিরেই পুলিশ বাহিনী ব্যবস্থা নিবে। যশোরবাসীকে সাথে নিয়ে কাজ করবে যশোর জেলা পুলিশ প্রশাসন।
রোববার বেলা সাড়ে ১১ টায় যশোর জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে যশোরে কর্মরত বিভিন্ন স্থানীয় পত্রিকার প্রকাশক সম্পাদক ও যশোরে কর্মরত বিভিন্ন স্তরের সাংবাদিকদের নিয়ে নতুন পুলিশ সুপারের মতবিনিময় সভায় তিনি কথাগুলো বলেন।
এ সময় যশোর জেলা ও শহরের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্যে সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, লোক সমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ যশোরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.