গ্রামের সংবাদ ডেস্ক : ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই সফল করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। রবিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে প্লাটফর্মটি আত্মপ্রকাশ করে।
এ কমিটির আহ্বায়ক হিসেবে মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব হিসেবে আখতার হোসেন এবং মুখপাত্র হিসেবে সামান্তা শারমিনের নাম ঘোষণা করা হয়েছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর পরপরই শহীদ পরিবারের কয়েকজন সদস্য বক্তব্য দেন এবং হত্যাকারীদের বিচারের আওতায় এনে বিচারের দাবি জানান।
খুব শিগগির জেলা-উপজেলাসহ তৃণমূল পর্যায়ে এ কমিটি কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়েছে।
কমিটি অনান্য সদস্যরা হলেন– আরিফুল ইসলাম আদীব, সাইফ মোস্তাফিজ, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার চৌধুরি, সারোয়ার তুষার, মুতাসিম বিল্লাহ, আশরাফ উদ্দিন মাহদি, আলাউদ্দিন মোহাম্মদ, অনিক রায়, জাবেদ রাসিন, মো. নিজাম উদ্দিন, সাবহানাজ রশীদ দিয়া, প্রাঞ্জল কস্তা, মঈনুল ইসলাম তুহিন, আব্দুল্লাহ আল আমিন, হুযাইফা ইবনে ওমর, শ্রবণা শফিক দীপ্তি, সায়ক চাকমা, সানজিদা রহমান তুলি,আবু রায়হান খান, মাহমুদা আলম মিতু, অলিক মৃ, সাগুফতা বুশরা মিশমা, সৈয়দ হাসান ইমতিয়াজ এবং তাসনিম জারা।
এ ছাড়াও মোহাম্মদ মিরাজ মিয়া, মো. আজহার উদ্দিন অনিক, মো. মেসবাহ কামাল, আতাউল্লাহ, এস এম শাহরিয়ার, মানজুর আল- মতিন, প্রীতম দাশ, তাজনুভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, মাজহারুল ইসলাম ফকির, সালেহ উদ্দিন সিফাত, মুশফিক উস সালেহীন, তাহসীন রিয়াজ, হাসান আলী খান, মো. আব্দুল আহাদ, ফয়সাল মাহমুদ শান্ত, মশিউর রহমান, আতিক মুজাহিদ, তানজিল মাহমুদ, আবদুল্ল্যাহ আল মামুন ফয়সাল, মো. ফারহাদ আলম ভূঁইয়া, এস,এম, সুজা, মো. আরিফুর রাহমান, কানেতা ইয়া লাম লাম, সৈয়দা আক্তার, স্বর্ণা আক্তার, সালমান মুহাম্মাদ মুক্তাদির এবং আকরাম হুসেইন এর নামও সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.