সাঈদ ইবনে হানিফ : বাংলাদেশী গবেষণা সংস্থা ডেটাস্কেপ রিসোর্স কনসালটেন্সি লিমিটেড, দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশের সাথে যৌথভাবে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করা এমআইপিএস প্রকল্পের বেসলাইন জরিপ পরিচালনা কারি প্রতিনিধি দলের সাথে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১ টায় উপজেলার অধ্যক্ষ ড. মুহা: আব্দুল লতিফ এর বাসভবনের নিচে ডিপিএফ অফিসে ঢাকা থেকে আগত সংস্থার ৫ সদস্য বিশিষ্ট ওই বেসলাইন জরিপ পরিচালনা কারি দলের সাথে দীর্ঘ সময় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সুজনের জেলা সভাপতি অধ্যাপক আবু হেনা মুহা: গোলাম রসুল বাবলু, পিএফজি কোঅর্ডিনেটর অধ্যাপক জনাব শফিকুল ইসলাম, পিস এম্বাসেডরগণ বিএনপির ভাইস প্রেসিডেন্ট জনাব মঞ্জুরুল ইসলাম ডাবলু, জনাব আব্দুল মান্নান বাদশা, মো: আসাদুজ্জামান, জাতীয় পার্টি নেত্রি ও পৌর কাউন্সিলর রিনা নাসরিন, ওয়ার্কাস পার্টির সভাপতি এসরারুল হক, ধর্মিয় নেতা মো: শরিফুজ্জামান এবং ইয়ুথ লিডার গোলাম মওলা, যুবলিগ নেতা অমিত হাসান সৃজন। বিশেষ সাক্ষাৎকার নেওয়া হয় ওয়াইপিএজির কোঅর্ডিনেটর সাদিক হাসান রহিদ, চমক, মো: সবুজ হোসেন, বৃষ্টি ও রুম্পা প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব মো: আশরাফুজ্জামান।
মতবিনিময় সভায় আগত প্রতিনিধিগণ বলেন, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের মূল ও প্রধান লক্ষ্য হলো রাজনৈতিক, ধর্মীয় এবং জাতিগত সহিংসতার সম্পর্কে বিস্তারিত জানা এবং ওইসব সহিংসতার প্রশমন ও সমাধানের মাধ্যমে অসাম্প্রদায়িক বৈষম্যহীন অংশগ্রহণ মূলক সমাজ ব্যবস্থাপনা গড়ে তুলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা। এরপর বেসলাইন জরিপের জন্য প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে তথ্য উপস্থাপন করে সহিংসতার ধরন চিহ্নিত ও ভবিষ্যতে করনিয় বিষয় নিয়ে আলোচনা করা হয় ও যার যার যায়গা থেকে সহিংসতা নিরসন ও শান্তি স্থাপনে কাজ করবে বলে অঙ্গিকার ব্যাক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.