আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনার প্রকোপ কমে যাওয়ায় দীর্ঘ দুই বছর পর সৌদি আরবে জামায়াতের সাথে তারাবির নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সব বিধিনিষেধ তুলে দেওয়ায় মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ঢল। সৌদিতে গতকাল শুক্রবার রমজান মাসের চাদ দেখা গেছে। এ হিসাবে সেখানে ২ এপ্রিল, শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু। রোজা উপলক্ষ্যে সেখানে আবার শুরু হয়েছে তারাবি নামাজ। শুক্রবার এশার নামাজের পর মসজিদুল হারামসহ দেশটির মসজিদে মসজিদে আদায় করা হয় তারাবি নামাজ।
করোনা ভাইরাসের ভয়াবহ তান্ডব কাটিয়ে দুই বছর পর রমজান মাসে আগের রূপে ফিরেছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ। করোনা বিধি শিথিলের পর পবিত্র রমজান মাসে তারাবিহ, ইফতার, ইতিকাফসহ সব ধরনের আয়োজনের অনুমোদন দেওয়া হয়।
আরব নিউজের খবরে জানা যায়, মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের রমজান পরিকল্পনায় নানা ধরনের আনুষ্ঠানিকতার অনুমোদন দেন শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। রমজান উপলক্ষে ইফতার, তারাবিহ ও ইতিকাফসহ নানা ধরনের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০২০ সাল থেকে বৈশ্বিক করোনা মহামারি সংক্রমণরোধে দুই বছর যাবত মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে সবার জন্য ইতিকাফের অনুমোদন স্থগিত ছিল। এর আগে রমজানের শেষ ১০ দিনে এ দুই মসজিদে লক্ষাধিক মুসল্লি ইতিকাফ করতেন। এর আগের বছর ইতিকাফের মুসল্লিদের জন্য তাক, লকার, বিছানা, বালিশ ও ইহরামের কাপড়সহ নানা ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.