স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বেজিয়াতলা আলিম মাদ্রাসার হলরুমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ও পাখিদের নিরাপদ আবাসস্থলের জন্য শিক্ষার্থীদের মাঝে বর্ণিল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক পানিসারা গ্রামের কৃতী সন্তান মীর ফারুক আহমেদ।
"একটুখানি সহযোগিতা, আগামীর সম্ভাবনা, বাংলাদেশের গাছ, বাংলাদেশের প্রাণ, গাছ লাগান, বাংলাদেশকে বাঁচান" এই স্লোগানকে সামনে রেখে মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে বিনামূল্যে ফলজ, বনজ, ঔষধির সাড়ে ৬শ গাছের চারা বিতরণ ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বেজিয়াতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সাদা মনের মানুষ খ্যাত বিশিষ্ট সমাজ সেবক মোঃ সায়েদ আলীর সার্বিক সহযোগিতায় ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেবা সংগঠন এবং ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, এস. কে ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের পরিচালক মোঃ হাবিবুর রহমান হাবিব, বেজিয়াতলা গ্রামের কৃতি সন্তান শহীদ মির্জা তপু, শিওরদাহ হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, সংবাদকর্মী এম আর মাসুদ, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, সংবাদকর্মী সোহেল রানা, মাসউদুল সুমন, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘের প্রধান উপদেষ্টা মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, জাহাঙ্গীর আলম, মাদরসার শিক্ষকবৃন্দ সহ আরও অনেকে। সমাজের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় অনুষ্ঠানে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা স্মারক হিসেবে ক্রেস্ট উপহার দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.