খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি॥ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা। শনিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিম'র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, দ্রুত বদলে যাওয়া ডিজিটাল বিশ্বে সাংবাদিকদের প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন জরুরি। মাঠপর্যায়ে কাজ করা সাংবাদিকরা যাতে যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারে, সেজন্যই এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী। প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় অগ্রগতি আনতে পিআইবি নিয়মিতভাবে দেশের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ পরিচালনা করছে বলেও তারা উল্লেখ করেন।
কর্মশালায় জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে সাংবাদিকদের ডিজিটাল রিপোর্টিং, মাল্টিমিডিয়া স্টোরি তৈরি, তথ্য যাচাইসহ আধুনিক সাংবাদিকতার নানা দিক প্রশিক্ষণ দেবেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন।
আগামী সোমবার পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ কর্মশালা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.