খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।। নিজ জেলা খাগড়াছড়িতে ব্যাপক গণ-সংবর্ধনায় অভ্যর্থনা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র ভিপি মো. আবু সাদিক কায়েম। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় জেলা শহরের মুক্তমঞ্চে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তরুণদের স্লোগান, উচ্ছ্বাস আর উপস্থিতিতে পুরো মাঠ উৎসবে পরিণত হয়।
আলোচনা সভায় ভিপি সাদিক কায়েম বলেন, “জুলাই আন্দোলনে তরুণরাই সামনে ছিল। তরুণ প্রজন্ম আর কোনো জুলুমবাজ, চাঁদাবাজ বা টেন্ডারবাজকে ভয় করে না।” তিনি সতর্ক করে বলেন, সামনে কেউ নির্যাতন, টেন্ডারবাজি বা ফ্যাসিবাদী আচরণ করলে তাকে জনগণের রোষের মুখে পড়তে হবে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ভয়ভীতি বা টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি নতুন বাংলাদেশে চলবে না। কেউ বাধা দিলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত এমপি এয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের নেতা-কর্মীরা।
সংবর্ধনাকে কেন্দ্র করে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে বলে মন্তব্য করেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.