নড়াইল প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নড়াইল-২ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মনোনয়ন প্রত্যাশি নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জের পক্ষে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর (বৃহস্পতিবার) নড়াইল পৌরসভার পুরাতন বাস টার্মিনাল থেকে গণ মিছিলটি শুরু হয়ে রূপগঞ্জ বাজার এলাকায় এসে শেষ হয়।
গন মিছিল থেকে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শাহরিয়ার রিজভী জর্জ কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানানো হয়।
গনমিছিলে উপস্থিত ছিলেন নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডলার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা ছাত্র দলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সদর থানা যুবদলের আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম পিয়াল, সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, যুগ্ন আহ্বায়ক রাসেল বিশ্বাস সহ নড়াইল সদর, লোহাগড়া উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বি এন পি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।
বি এন পি থেকে মনোনয়ন প্রত্যাশি জেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ বলেন,দলের জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলাম, কখনো ফাঁকি দেইনি,দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে নড়াইলের যাবতীয় অসঙ্গতি দূর করে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর সুশৃঙ্খল দূর্নীতি মুক্ত নড়াইল উপহার দেব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.