আব্দুল্লাহ আল-মামুন: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব দীর্ঘ ৪ মাস কারাভোগের পর অবশেষে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। তিনি শুক্রবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। জামিনের পর দলীয় নেতাকর্মীরা তাকে কারা ফটকে শুভেচ্ছা জানান। জামিনের পর টিএস আইয়ূব জানান, দুদকের একটি সাজানো মামলায় তিনি দীর্ঘদিন জামিনে ছিলেন।
জামিনে থাকাবস্থায় গত ২৩ এপ্রিল নির্ধারিত হাজিরার দিনে ঢাকার স্পেশাল সিনিয়র জজ আদালতে হাজিরা দিতে গেলে নতুন দায়িত্বপ্রাপ্ত বিচারক তার প্রথম কর্মদিনে কোনো কারণ ছাড়াই জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন। এরপর থেকে তিনি কয়েক দফা জামিনের আবেদন করলেও পতিত আওয়ামী লীগ সরকারের সাজানো আদালতের বিচারক তাকে জামিন দিতে অস্বীকৃতি জানান।
সর্বশেষ অন্তবর্তীকালীন সরকারের আমলে গত ২৭ আগস্ট তার আইনজীবী জামিনের আবেদন করলে দীর্ঘ শুনানীর পর বিচারক গতকাল তার জামিনে মঞ্জুর করেন। তিনি বলেন,একটি সফল ছাত্র-জনতার গণঅভূত্থানের পর স্বৈরাচারের কারাগার থেকে মুক্তি পাওয়ায় আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি। এই আন্দোলনে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। একই সাথে কারাগারে থাকাবস্থায় যশোর-৪ নির্বাচনী এলাকাসহ যশোর জেলা বিএনপির যেসকল নেতাকর্মী, শুভাকাঙ্খী খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুব দ্রুত সময় তিনি এলাকায় ফিরবেন বলে জানান।
শুক্রবার বিকেল ৪ টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। এসময় কারাগারের সামনে অপেক্ষমান বাঘারপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.