যশোর অফিস : নানা কর্মসূচির মধ্যদিয়ে দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের ২৬তম হত্যাবার্ষিকী পালন করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর। কর্মসুচির মধ্যে ছিলো কালোব্যাজ ধারণ, শোক র্যালী, শহীদের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
দিনটি উপলক্ষে ৩০ আগস্ট (শুক্রবার) সকালে কালোব্যাজ ধারনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ-এর সঞ্চালনায় ও সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম, দৈনিক রানার-এর ভারপ্রাপ্ত সম্পাদক আরএম কবিরুল আলম দীপু, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন,প্রেসক্লাব যশোরের কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজ্জাদ গনী খান রিমন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী সদস্য শহিদ জয়,বর্তমান সহসভাপতি বিএম আসাদ, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সাইফুল ইসলাম সজল, বর্তমান যুগ্ম সম্পাদক গালিব হাসান পিল্টু, দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন,পতিত আওয়ামী লীগ সরকার যশোরের নির্ভীক সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুল হত্যামামলাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। তাদের সদিচ্ছার অভাবে এ হত্যার বিচার থেকে বঞ্চিত হয়েছে সাংবাদিক সমাজ। প্রতিহিংসা পরায়ন হয়ে যশোরের গণমানুষের নেতা, উন্নয়নের কারিগর তরিকুল ইসলামকে এ মামলায় আসামি করে হয়রানি করা হয়। একই কায়দায় শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যা মামলায় নিরীহ-নিরপরাধ সাংবাদিক বেনজীন খান, ফকির শওকত ও প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান তোতাকে জড়িয়ে নির্যাতন-নিপীড়ন করা হয়। ন্যায় বিচারের জন্য বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে যশোরের শহীদ দুই সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল ও শামসুর রহমান কেবল হত্যার পুনঃতদন্ত দাবি করেন নেতৃবৃন্দ।
এর আগে দিবসটি উপলক্ষে দিনের শুরুতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডে, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানের সঞ্চালনায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, দৈনিক রানার, দৈনিক গ্রামের কাগজ ,যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন,ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, নিউজ পোর্টাল রাতদিন নিউজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণের করে সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় প্রেসক্লাব যশোরের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. মোখতার হোসেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে শহর থেকে বেজপাড়ার নিজ বাসভবনে যাওয়ার পথে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন দৈনিক রানার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.