সাঈদ ইবনে হানিফ: বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদের এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্বরণে যশোরের বাঘারপাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগস্ট বিকেলে স্থানীয় ঘোষনগর বাগডাঙ্গা বাজারের কাঠ পাটিতে, উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এই আয়োজন করা হয়। শ্রমিক কল্যান ইউনিয়নের সহ-সভাপতি আসাদুজ্জামানের, সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সংগঠনের উপজেলার সভাপতি মাওলানা জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সাধারণ সম্পাদক শেখ আব্দুল হালিম, অধ্যাপক বোরহানউদ্দিন, অধ্যাপক রোস্তম আলী, শামছুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা সোহরাব হোসেন, শ্রমিক কল্যাণের ইউনিয়ন সহসভাপতি, আল আমিন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, প্রমূখ:
সমাবেশ শেষে সমপ্রতিক দ্বিতীয় মুক্তিযুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদের এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত ও আহতদের বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন ওয়াদীপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল। বক্তারা বলেন, হাজার ও ছাত্র জনতার আত্মত্যাগের ফসল এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে মানুষ আজ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে।
দীর্ঘ ১৫ বছর পর দেশের আপামর জনসাধারণ এখন শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। এই অর্জন ধরে রাখতে আমাদেরকে বিনয়ী হতে হবে, ধৈর্য্য ধারণ করতে হবে। সব শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়ানোর মানুষিকতা তৈরি করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বৈষম্য মুক্ত অসাম্প্রদায়িক চেতনার কল্যাণ রাষ্ট্র গঠনে আমাদের প্রত্যেক কর্মীকে আদর্শ, ন্যায় পরায়ণ, সততা, সভ্যতা, দক্ষতা অর্জন এবং সাহসীকতার সাথে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.