নিজস্ব প্রতিনিধিঃ যশোরে সোনা চোরাচালান মামলায় বেনাপোলের রাজ্জাক সরদারকে ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) অতিরিক্ত যশোর জেলা ও দায়রা জজ আদালত শিমুল কুমার বিশ্বাস এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রাজ্জাক বেনাপোলের বারোপোতা গ্রামের মৃতঃ সমসের সরদারের ছেলে।
আদালত সূত্র জানা, ২০২৩ সালের ১৭ই জানুয়ারিতে ভারতে সোনা পাচারের সময় শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামে এক মোটরসাইকেল আরোহীকে আটক করেন বিজিবি সদস্যরা।
ওই সময়ে মোটরসাইকেলের চেচিসের মধ্যে থেকে বিশেষ কায়দায় লুকায়ে রাখা ৬৩ পিস সোনার বার উদ্ধার করেন বিজিবি সদস্যরা। যাহার ওজন সাত কেজি ৩৩৭ গ্রাম। বাজার দর পাঁচ কোটি ৮৯ লাখ ৩১ হাজার ১৯৪ টাকা।
এই ঘটনায় বিজিবি ক্যাম্প শার্শার হাবিলদার নাসিম উদ্দীন বাদী হয়ে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.