বাঘারপাড়া প্রতিবেদক : দেশের চলমান ভয়াবহ বন্যাকবলিত, ক্ষতিগ্রস্ত ও দুর্দশায় নিপতিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে খাদ্য, ঔষধ এবং কাপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে সে গুলো স্বেচ্ছাসবী সংগঠনের মাধ্যমে আক্রান্ত এলাকার মানুষের মাঝে পৌঁছানোর সুব্যবস্থা করেছেন, বাঘারপাড়া (পিএফজি) কমিটির সদস্য সাংবাদিক ও সমাজকর্মী সাঈদ ইবনে হানিফ।
২৭ আগস্ট সকালে নিজ এলাকার ঘোষনগর-বাগডাঙ্গা বাজার ও এলাকা থেকে শুকনো খাবার, ঔষধ এবং কাপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করা হয়। এসময় সাথে ছিলেন, শিক্ষার্থী হাবিবুল ইসলাম, বাজারের কাপড় ব্যবসায়ী আবুল কালাম আজাদ, নাঈম হোসেন, সমাজ সেবক রোকনুজ্জামান লাবলু, বাজার মসজিদের খাদেম মোশাররফ হোসেন, গোলাম রসুল, বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার কমিটির সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
পরে সেগুলো এক জায়গায় করে হাঁসি উপহার নামে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রচার সম্পাদক, শিক্ষার্থী হাবিবুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সংগঠনটি সরাসরি বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সুব্যবস্থা করে থাকে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.