নিজস্ব প্রতিবেদক : জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় এ ভাষণ দেবেন তিনি।
তার এই ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বার্তায় এ তথ্য জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটিই জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ।
প্রসঙ্গত, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ৮ আগস্ট রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেদিন রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। এরপর বাকি তিনজনশপথ নেন। পরে যুক্ত করা হয় আরও চারজন উপদেষ্টা। সবমিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান উপদেষ্টা সংখ্যা ২১ জন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.