আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া আদর্শ শিশু একাডেমী স্কুলে ষড়যন্ত্র মূলক অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের আগুন কেন ? জবাব চাই! জবাব চাই!, অগ্নি সন্ত্রাসীদের বিচার চাই! বিচার চাই! এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শিমুলিয়া সেন্ট লুইস স্কুল মোড়ে এই আয়োজন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগন ও এলাকাবাসী। এসময় বক্তারা বলেন, আমরা কখনো এমনটি আশা করি না। ব্যক্তির উপর রাগ থাকতে পারে কিন্তু সেই রাগের জন্য প্রতিষ্ঠানে আগুন দেওয়ার মত ঘটনা ভবিষ্যতে দেখতে চাই না। এই ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমীর প্রধান শিক্ষক এসএম মাহবুব উল আলম, উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক ঝরনা খাতুন, শিমুলিয়া আদর্শ শিশু একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আলীম, নতুন কুড়ি কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আরএম রিসালাহ মডেল স্কুলের প্রধান শিক্ষক এসএম মশকুর আলম, আল এক্বরা মডেল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল্লা আল মুহিত, শিমুলিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজ্জাদ হোসেন, আশিকুর রহমান, সোহানুর রহমান স্বরন, মেশকাত শরিফ, রোহিদুজ্জামান, ফারিয়া আলম ঝরা সহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.