শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরা জেলার শালিখা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত।
আজ ১৩ নবেম্বর দুপুরে শের শাহ সড়কের বেরইল নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে একজন ও ফরিদপুর নেওয়ার পথে অপর একজন মারা গেছে।
নিহতরা হলেন, বুনাগাতী গ্রামের নান্টু লস্করের ছেলে তামিম লস্কর (২০)। অপর জন নরপতি গ্রামের ভোলা মন্ডলের ছেলে শান্ত মন্ডল (২০)। তাঁরা দুইজন সহপাঠী দু'জনই বুনাগাতী ডিগ্রি কলেজের একাদশের ছাত্র। এ ব্যাপারে তার পারিবারিক সুত্রে জানা গেছে তারা মোটরসাইকেলে নানা বাড়ি যাচ্ছিল। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোক নেমে আসে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.