নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর শাখার সহ-সভাপতি তিতাস উদ্দিনকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের শাহ আলমের ছেলে।
ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভূঁঞা জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায়—নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস উদ্দিন নিজ বাড়িতে অবস্থান করছেন এবং গোপনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এমন সংবাদে ভোর ছয়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিতাসকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি মঞ্জুরুল হক ভূঁঞা।
উল্লেখ্য, তিতাস উদ্দিনের বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.