কূটনৈতিক রিপোর্টার : ভারতে পালিয়ে আশ্রয় নেয়া শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। দেশটির দূতকে এই উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ না দিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বুধবার ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে আনুষ্ঠানিকভাবে তলব করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেয়া এবং তাকে বাংলাদেশবিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’। ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয়, যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.