সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বসুন্দিয়ায় তালুকদার গ্রুপের প্লাস্টিক কারখানার (এ্যাডমিন) আলামিন মাসুদের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে বিরুপ মন্তব্য এবং রাসুল (সঃ)কে নিয়ে কটুক্তি করার অভিযোগে উঠেছে।
এই ঘটনায় ১১নভেম্বর, যশোর কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় একটি মসজিদের ইমাম। একই সাথে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমগন অভিযুক্ত কোম্পানির এ্যাডমিন আলামিন মাসুদের অপসারণ এবং শাস্তি দাবি করে প্রতিবাদ জানিয়েছেন।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে, আলামিন সাহেব একজন নাস্তিক প্রকৃতির মানুষ। সে বিভিন্ন সময়ে ইসলাম এবং পবিত্র কুরআন শরীফ সম্পর্কে বাজে মন্তব্য করে। তার কথা বার্তা আচরণ ইসলাম এবং নবী রাসুল বিদ্বেষ পূর্ণ। এছাড়া তার ফেসবুক পেজে ও ইসলাম, নবী রাসুল এবং পবিত্র কুরআন শরীফ সম্পর্কে বিদ্বেষপূর্ণ লেখা লেখির প্রমাণ রয়েছে।
সম্প্রতি গত ৮নভেম্বর দুপুরে তিনি অফিস স্টাফসহ কতিপয় ব্যাক্তির সাথে কথা বলার সময় স্পষ্ট ভাবে ইসলাম ধর্ম এবং রাসুলুল্লাহ (সঃ)কে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি মূলক কথাবার্তা বলেন। এই ঘটনা জানা জানি হলে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম গন তৎক্ষনাৎ প্রতিবাদ করেন।৷ ধর্ম অবমাননা এবং রাসুলুল্লাহ (সঃ)কে নিয়ে কটুক্তির খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে মিস্র প্রতিক্রিয়া দেখা দেওয়ায় ৯নভেম্বর, স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমগন, যশোর খুলনা সড়কের (বসুন্দিয়ার-ঘুনী) ফ্যাক্টরির সামনে এক প্রতিবাদ সভায় অভিযুক্ত এ্যাডমিন আলামিন মাসুদের বিরুদ্ধে তালুকদার গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার শাস্তি মূলক ব্যাবস্থা গ্রহণের দাবি জানায়। এসময় নেতৃবৃন্দ এলাকাবাসি সকলকে শান্ত থাকার আহবান জানায়। এই ঘটনায় (১১ নভেম্বর) ঘুনী বিশ্বাস পাড়া উম্মুল কোরা জামে মসজিদের ইমাম মোঃ মুরসালিন বাদী হয়ে অভিযুক্ত কোম্পানির এ্যাডমিন আলামিন মাসুদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য, আলামিন মাসুদ, চট্টগ্রামের খুলশী থানার উত্তর লালখান বাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবেদ আলী এবং মাতার নাম মনোয়ারা বেগম।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.