নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেলে চালিতাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
এসময় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা বিএনপির আইন সম্পাদক মশিয়ার রহমান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান ও যুগ্ম সম্পাদক ওলিয়ার রহমান, নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আলম আতা, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জনি হায়দার, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান পিন্টু, সোহাগ হোসেন, জিয়াউর রহমান জিয়া, সাইফুল ইসলাম আসাদ, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, জিয়াউর রহমান জিয়া, আব্দুস সবুর, রবিউল ইসলাম রবি, খন্দকার সাইফুল ইসলাম, মোঃ মন্টু, ইমতিয়াজ রিয়াল, রাসেল, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহজালাল আগুন, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান সনি, তুহিন হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, ‘ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রের প্রতীক।’ তিনি আরও বলেন, ‘আমি এমপি না হয়েও সবসময় মানুষের পাশে থেকেছি। বহু শিক্ষিত ও বেকার যুবক-যুবতীকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করে কর্মসংস্থান করেছি। সুযোগ পেলে আগামীতে আরও বৃহত্তর পরিসরে এলাকার উন্নয়ন ও যুবদের কর্মসংস্থান নিশ্চিত করব।’
তিনি স্মৃতিচারণ করে বলেন, একসময় এলাকায় সন্ত্রাস ও ভয়ের পরিবেশ বিরাজ করত, কিন্তু এখন মানুষ গণতন্ত্রের চেতনায় জাগ্রত। জামায়াত ইসলামের ষড়যন্ত্র ও মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা একসময় জাতীয়তাবাদের জন্য কাজ করেছে, আজ তারাই ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু জনগণ তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করবে।’
পার্শ্ববর্তী দেশ ভারতের মাদক প্রবাহ ও জলাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, ‘আমি এমপি হলে শার্শা থানায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে কঠোর পদক্ষেপ নেব। পাশাপাশি জলাবদ্ধতা দূরীকরণ ও স্থায়ী উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।’
তিনি অঙ্গীকার করেন, ‘শার্শা হবে মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও জলাবদ্ধতামুক্ত আধুনিক ও নিরাপদ এলাকা। যুবসমাজের শক্তি জাতীয় উন্নয়নে কাজে লাগানো হবে।’
গণসংযোগ ও উঠান বৈঠকে হাজারো মানুষের উপস্থিতি এবং ধানের শীষের সমর্থনে স্লোগানে মাঠ প্রকম্পিত হয়ে ওঠে। এতে প্রমাণিত হয়, কায়বা ইউনিয়নে বিএনপি ও ধানের শীষের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা এখনো অটুট।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.