ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য, গত ২১ জুন গ্রামের সংবাদ পত্রিকা অনলাইন সংস্করণে, ময়মনসিংহ বনবিভাগের বনভূমিতে বহুতল ভবনের করা হচ্ছে বলে উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান আজ (১৪ আগস্ট বুধবার) উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী গ্রামের বিল্লাল হোসেন দপ্তরি এ প্রতিবাদটি জানান।
এতে তিনি উল্লেখ করেন, প্রকাশিত সংবাদ এর কর্তৃপক্ষের কোনোরূপ বক্তব্য না নিয়ে বা প্রকৃত ঘটনা যাচাই-বাছাই না করে প্রতিবেদক একপেশে সংবাদ প্রকাশ করে আমাদের সুনাম ক্ষুণ্ন করেছেন। আসল ঘটনা ৩০ নং দাগে বনভূমি এবং একই দাগে রেকর্ডটিও ভূমিও রয়েছে । স্থানীয় এক শ্রেণির কুচক্র মহল সংবাদমাধ্যমকে মিথ্যা তথ্য প্রেস করেন, সাংবাদিকদের কাছে দেন।
প্রতিবেদকের বক্তব্য:
উথুরার কৈয়াদী এলাকায় বনের জমিতে বহুতল ভবন নির্মাণ কাজ হচ্ছে শুনে প্রতিবেদক ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজনেও ঘটনার বর্ণনা দেন। স্থানীয়দের বক্তব্য নিয়ে সংবাদটি প্রকাশিত হয়েছে। এতে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.