নিজস্ব প্রতিবেদক: তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থধারার পথে আনতে খেলাধুলার বিকল্প নেই—এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক ও সহকারী এটর্নী জেনারেল অ্যাডভোকেট মোঃ উজ্জ্বল হোসেন শনিবার (৮ নভেম্বর-২০২৫) যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মুকুন্দপুর ও দেউলি গ্রামের যুবসমাজের হাতে ভলিবল উপহার দিয়েছেন।
স্থানীয় যুবকদের হাতে খেলাধুলার সরঞ্জাম তুলে দিয়ে তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে তরুণদের হাতে। তাদের সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখতে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবকরাই সমাজ বিনির্মাণে মূল চালিকা শক্তি।”
এ সময় এলাকার শতাধিক তরুণ উপস্থিত ছিলেন। খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, এ্যাড. উজ্জ্বল হোসেনের এই প্রচেষ্টা তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে এবং এলাকায় ইতিবাচক ভূমিকা রাখবে।
গ্রামাঞ্চলে যুবকদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ জাগিয়ে তোলার মাধ্যমে একটি মাদকমুক্ত, উদ্যমী ও ইতিবাচক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এ্যাড. উজ্জ্বল হোসেন। তিনি আরও বলেন, “খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, দলগত চেতনা শেখায়, আর সেই চেতনা দিয়েই গড়ে উঠবে আগামী প্রজন্মের বাংলাদেশ।”
স্থানীয় তরুণদের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, তাঁর মতো নেতাদের উৎসাহ ও সহায়তায় তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে খেলাধুলা আয়োজন করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.