আন্তর্জাতিক ডেস্ক : সরকারের শাটডাউন কর্মকাণ্ডের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে দুই হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত কিংবা যাত্রা বাতিল হয়েছে। শুক্রবার দেশের বাইরে বা দেশের অভ্যন্তরে ১ হাজার ২৩৮টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং আরো ৮২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরো ৫৭টি বিলম্বিত হয়েছে। জর্জিয়ার হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮টি বাতিল এবং ৩০টি বিলম্ব হয়েছে।
যুক্তরাষ্ট্রে বর্তমানে যে শাটডাউন চলছে, তা দেশটির ইতিহাসে সবচেয়ে বড়। এর আগে সর্বোচ্চ ৩৫ দিন ছিল তবে এবার ৩৬ দিনে গড়িয়েছে। এ সময়ের মধ্যে ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ৫০ হাজার ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) কর্মী বিনা বেতনে কাজ করছেন। ফলে কর্মীসংকট মারাত্মক আকার ধারণ করেছে, বিমান চলাচলে দেরি হচ্ছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ফেডারেল সরকারের বন্ধের সময় বিমান চলাচল নিয়ন্ত্রণের নিরাপত্তা বজায় রাখার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয়। এখনো পর্যন্ত সমাধানের কোনো লক্ষণ নেই।
বিমান সংস্থাগুলো অভ্যন্তরীণ ফ্লাইট কমাতে শুরু করলে নিউ ইয়র্কের জেএফকে এবং লস অ্যাঞ্জেলেসের এলএএক্স-এর মতো বিশ্বব্যাপী কেন্দ্রগুলোপ্রভাবিত হবে, যার অর্থ বিলম্ব এবং আকস্মিক পরিবর্তন। এই পরিবর্তন আন্তর্জাতিক বিমান চলাচলের উপর বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক ব্রায়ান বেডফোর্ড বলেছেন, “আমরা সিস্টেমে চাপের লক্ষণ দেখতে পাচ্ছি, তাই আমেরিকান জনগণ যাতে নিরাপদে উড়তে পারে তা নিশ্চিত করার জন্য আমরা সক্রিয়ভাবে ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনছি।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.