নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মোবারক বেপারী (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শার্শা থানার এসআই শেখ মো. জাহিদুল আলমের নেতৃত্বে এএসআই মো. সিলন আলী, এএসআই মো. জামিনুর রহমান ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এ সময় মোবারক বেপারীর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোবারক বেপারী শার্শা থানার গোপিনাথপুর (কাশিপুর) গ্রামের মৃত ইমান আলী বেপারীর ছেলে।
পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে জুয়া আইনে একটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
আটক মোবারক বেপারীকে বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) যথাযথ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.