ডেস্ক রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ৪ শতাধিক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নির্মমভাবে হত্যা করা হয় কমপক্ষে ৪২ পুলিশ সদস্যকে। আহত হয় ৫ শতাধিক পুলিশ সদস্য। এ অবস্থায় পুলিশ কর্মবিরতীর ঘোষণা দিলে সব থানার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর শুরু হতে থাকে বিভিন্ন থানার কার্যক্রম।
দেশজুড়ে সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৬২৮ থানার কার্যক্রম পুনঃরায় শুরু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। এতে বলা হয়, ‘মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার মধ্যে ১০৮টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২০টিসহ সর্বমোট ৬২৮ টি থানার কার্যক্রম শুরু হয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নন-অপারেশনাল ১১টি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস্, আসবাবপত্রসহ অন্যান্য সব সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় এসব থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী ২-৩ দিনের মধ্যে এই ১১টি থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।’
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে পুলিশের সব সদস্যকে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন অন্তর্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.