খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
“তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত “মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ (অ-১৫)” কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া বিভাগের আহ্বায়ক মো. মাহাবুব আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটবল কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা প্রমুখ।
মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০জন খুদে ফুটবলারের মধ্যে থেকে বাছাই করা হয় ৫ জন প্রতিভাবান খেলোয়াড় — সাউপ্রু মারমা, সমেধ চাকমা, নাইথক ত্রিপুরা, চুমুই ত্রিপুরা ও মো. জুয়েল রানা। নির্বাচিত এই খেলোয়াড়রা ভবিষ্যতে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
প্রধান অতিথি মো. মাহাবুব আলম তাঁর বক্তব্যে বলেন—“খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা নয়, মানসিক দৃঢ়তাও বাড়ায়। ফুটবল এমন একটি খেলা, যা দলগত চেতনা ও শৃঙ্খলা শেখায়। খাগড়াছড়ির তরুণদের মাঝে এই উদ্যম ও অনুশীলনের ধারাবাহিকতা বজায় থাকলে একদিন এখান থেকেও জাতীয় পর্যায়ের তারকা ফুটবলার উঠে আসবে—এটাই আমাদের প্রত্যাশা।”
সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ বলেন—“তরুণ প্রজন্মকে বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে দূরে রেখে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই,এখানকার প্রতিটি ছেলে-মেয়ে খেলাধুলায় দক্ষ হয়ে জাতীয় পর্যায়ে জেলার সুনাম বয়ে আনুক।”
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের এই উদ্যোগ তরুণ প্রজন্মের মাঝে সুস্থ প্রতিযোগিতা, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি একটি সচেতন, উদ্যমী ও সক্রিয় সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.