নিজস্ব প্রতিবেদকঃ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়, এ স্লোগানকে সামনে রেখে শার্শা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় সময় শার্শা উপজেলা সমবায় অফিসার মোহাঃ আব্দুর রাশেদ সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শার্শার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা শার্শা থানার অফিসার ইনচার্জ আবদুল আলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, শার্শা কলেজে এর অধ্যক্ষ, মোঃ হাসানুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা সাকির উদ্দিন, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ এর প্রভাষক এ, এস,এম, আশরাফুজ্জামান।
সহ সমবায়ের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের এস,এম, আশরাফুজ্জামান।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা করা ও জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগ্রত করা সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং সমবায় কর্মকর্তাদেরকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.