স্টাফ রিপোর্টার : যশোরের শার্শায় মোংলা থেকে ছেড়ে আসা বেনাপোল গামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে চান্দু মিয়া (৫০) নামে এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছে।
বুধবার বিকাল ৫টার সময় উপজেলার সদরের শার্শা-জামতলা সড়কের রেল ক্রসিং এ দূর্ঘটনা ঘটে। নিহত চান্দু মিয়া শার্শার কাজী পাড়া এলাকার মৃত কাজী মতিয়ার রহমানের ছেলে। সে জন্মগত ভাবে মানুষিক ভারসাম্যহীন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বিকালে নাভারন থেকে ট্রেন বেনাপোলের দিকে যাচ্ছিল এসময় চান্দু মিয়া লাইনের পাশ দিয়ে হাটছিলো। হঠাৎ সে ঝাঁপ দিয়ে ট্রেনের সামনে পড়ে। তখন ট্রেনের ধাক্কায় তার মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ ব্যপক ভাবে ক্ষতিগ্রস্থ হয় এবং সে ঘটনা স্থলেই মারা যায়।
বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শার্শা রেল ক্রসিং এ মোংলা থেকে বেনাপোল গামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে মানুষিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.