রাসেল আহমেদ,খুলনা জেলা প্রতিনিধি :বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনা চলে যাওয়ার খুলনার তেরখাদা উপজেলায় সমাবেশ ও বিজয় মিছিল করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের (বিএনপি’র) নেতা-কর্মীরা।
বুধবার বিকালে উপজেলা সদরের কাটেঙ্গা বাজার থেকে এক বিজয় মিছিল বের হয়।মিছিলটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইখড়ি কাটেংগা হাইস্কুল মাঠে সমবেত হয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা চৌধুরী কাওসার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির নেতা মো: রবিউল হোসেন, চৌধুরী ফখরুল ইসলাম বুলু,মোল্লা মাহবুবুর রহমান, সরদার আ: মান্নান, ইকরাম হোসেন জমাদ্দার, মো: বিল্লাল হোসেন,শরিফ নাইমুল হক, সাজ্জাদ হোসেন নান্টা,আজিজুর রহমান আজিবার,মো: মিল্টন মুন্সি, গোলাম মোস্তফা ভুট্টো, আবুল হোসেন বাবু, শামীম হোসেন রমিজ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আজ ফ্যাসিবাদি স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। শেখ হাসিনার জালিম সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখেছিল। জনগণ কেউ ভয়ে মুখ খুলতে পারেনি। জনগণ স্বাধীন দেশে আজ স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নেতাকর্মীদের শান্ত থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.