আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের নীলকন্ঠনগর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নাতজামাই এর হাতে নানা শ্বশুর মৃত বজলুর রহমানের পুত্র মহিউদ্দিন (৭০) খুন হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের আরও ৪জন আহত হয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, মহিউদ্দিন এর নাতনীর সাথে যশোরের পাগলাদাহ গ্রামের মোনতাজ এর ছেলে তবিবরের প্রায় ৩ বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়।
২৮ অক্টোবর রাত ৯ টার দিকে নাতজামাই তবিবর সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন মিলে মহিউদ্দিনের নাতনীকে বাড়ি থেকে জোর করে তুলে নিতে আসে। মহিউদ্দিন সহ পরিবারের লোকজন বাধা দিলে তবিবর ও তার সঙ্গীরা চাকু দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে মহিউদ্দিন (৭০), তার স্ত্রী তাজুমা বেগম (৬০) ও আকরাম এর ছেলে আমিনুর রহমান (৩০) গুরুতর আহত হন। মহিউদ্দিন এর বাড়ির লোকদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তবিবর সহ অন্যদের ধরে গনপিটুনি দিলে যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা গ্রামের মোক্তার আলীর ছেলে আহম্মদ আলী (২৬) এবং পালবাড়ির শাহাজাহান এর ছেলে মোহন (৩০) কিছুটা আঘাতপ্রাপ্ত হন। আহতদেরকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহম্মদ আলী ও মোহনকে ছেড়ে দেয়া হয়। মহিউদ্দিন, আমিনুর রহমান এবং তাজুমা বেগম এর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পরিবারের লোকজন যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। যশোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন এর শারীরিক অবস্থা আশংকাজনক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করলে ঢাকায় নেওয়ার পথে রাত আড়াইটার দিকে নড়াইল জেলায় অবস্থানকালীন সময়ে তিনি মারা যান।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, এ বিষয়ে মামলা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.