নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা ফিরবেন প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বুধবার স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে (বাংলাদেশ সময় ১০টা) প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন তিনি। বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূসের ঢাকায় পৌঁছার কথা।
এদিকে দেশের নতুন নেতাকে স্বাগত জানাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আগ্রহী ছাত্র-জনতাকে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
বুধবার রাত ১২টা ২৩ মিনিটে সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুকে এক পোস্টে লেখেন, “আগামীকাল দুপুর ২টায় বাংলাদেশে পৌঁছাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও আগ্রহী ছাত্র-জনতাকে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অবস্থানের আহ্বান থাকবে।”
বুধবার প্যারিস ত্যাগকালে চার্লস দ্য গল বিমানবন্দরে বিমানবন্দরে কড়া নিরাপত্তা দিয়ে তাকে পৌঁছে দেয় ফ্রান্সের নিরাপত্তা বাহিনী।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনূস সেন্টার জানিয়েছে, নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে (ইকে-৫৮২) ঢাকার সময় দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
‘বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন নেতা ইউনূস বাড়ি ফিরছেন, বৃহস্পতিবার শপথ নেবেন সরকার’ শীর্ষক শিরোনামের বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নোবেল শান্তি বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য বুধবার দেশে ফেরার একটি ফ্লাইটে চড়েছেন, তার নতুন সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থলাভিষিক্ত হওয়ার শপথ নেওয়ার এক দিন আগে। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
প্যারিস ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের ড. ইউনূস বলেন, ‘আসুন আমরা আমাদের নতুন বিজয়ের সর্বোত্তম ব্যবহার করি। আমি সবাইকে শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আবেদন করছি। অনুগ্রহ করে সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকুন।’
এর আগে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানান, বৃহস্পতিবার দেশে ফিরছেন ড. মুহাম্মদ ইউনূস। ড. ইউনূস ফেরার পর রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে। অন্তর্বর্তী সরকারের সদস্য হতে পারেন ১৫ জন। তবে এ সংখ্যা বেশি বা কমও হতে পারে।
গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘গুজব চলছে। সেদিকে খেয়াল রাখবেন। গুজব থেকে বিরত থাকবেন। পুলিশের পুনর্গঠনে কাজ চলছে। আশা করি সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারব।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.