নিজস্ব প্রতিবেদক: খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর দৌলতপুর বিওপি টহল দল যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে। এসময় তার বাড়ি থেকে একটি পুরাতন পিস্তল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (২৮ অক্টোবর-২০২৫) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র একটি চৌকস টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ১৭/৯ এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মো. আতাউর রহমান (৪৪)-এর বাড়িতে তল্লাশি চালায় তারা। অভিযানে তার বাড়ির পাশে ধানের গোলার ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি পুরাতন পিস্তল উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি জানান, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটক আসামি মো. আতাউর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত অস্ত্রসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.