খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির ভাইবোনছড়ায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে নির্যাতনের ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করে খাগড়াছড়ি জেলা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম মো. সোহেল, যিনি মামলার পলাতক এজাহারভুক্ত প্রধান আসামি। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা।
এখন পর্যন্ত ৫ আসামি গ্রেফতার। এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাকি পলাতক আসামিকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।
জানা যায়,গত ২৭ জুন, খাগড়াছড়ির ভাইবোনছড়ায় রথযাত্রা মেলায় অংশ নেওয়ার পর রাতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় ওই শিক্ষার্থী। গভীর রাতে ছয়জন যুবক জোরপূর্বক ঘরে ঢুকে, তার আত্মীয়কে বেঁধে রেখে শিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতন করে।
পরবর্তীতে ১৭ জুলাই, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ছয়জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করা হয়।
এর আগেই সেনাবাহিনীর সহযোগিতায় চার আসামি—আরমান হোসেন (৩২), মো. সাকিব আলম (২৫), এনায়েত হোসেন (৩৫) ও সাদ্দাম হোসেন (৩২)—কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.